আজকে তুমি করবে যাহাই থাকবে যে তাই জমা
অধিক মোহে ভাঙছো হৃদয় পাবে কী তার ক্ষমা?
নিজের আখের ঘুচাতে ভাই করছো যে ছল কত
তোমার সে ছল হবে বিকল পাইবে না তার ক্ষমা।