৩৩৭.
ঐ জান্নাতের নাই প্রয়োজন শুধুই তোমার চাই চরণ
পূর্ণ ঈমান না দিয়ে দয়াল দিও না'গো অধমের মরণ,
মোহের রোশনি অন্তর হতে দূর করো প্রভু নিজ কৃপায়
অধম দিলে'র মাঝখানটাতে আল্লাহ নামের দিও স্মরণ।
৩৩৮.
হুর গ্যালেমান থাকুক যতোই মনের তিয়াস রূপ তোমার
যেই না ধ্যানের জনম তৃষায় দিন গুনে যাই গো পরপার,
আসলে সেদিন নসীবে আমার ধন্য হবে'গো এই জীবন
তোমায় দেখার চাইতে অধিক নাই কোন আর পুরস্কার।