৩৩৬.
মিরপুর যে কেড়ে নিলো কাওরান বাজারের চির অনুরাগ
বুঝে কী বিবেক হারা ভাঙিলো হৃদয় কবে বুকে কার দাগ
মৃত্যুর মতোন ভেসে অকথ্য কথারা যবে করে আলিঙ্গন
অস্তিত্ব সঙ্কট লগ্নে অক্ষম ওঙ্কার নেয় না গো দুখের ভাগ
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
আসর প্রিয় শ্রদ্ধেয় কবি "মার্শাল ইফতেখার আহমেদ"
এর গত আসরের কবিতার মন্তব্য কলামে তাৎক্ষণিক এই পর্বটা লিখেছি,আলহামদুলিল্লাহ, আর সঙ্গত কারনেই আমার ৩৩৬ নং রুবাইটি সেই গুণী কবিকেই উৎসর্গ করছি।