৩৩৪.
পাপের সীমা পূর্বেই তারা ছাড়িয়েছে আয়েশে
কালের বিচার অতি নিখুঁত তাই'তো ওরা যায় ফেঁসে,
তাই বলে কী এমনতর করতে হবে অপমান
সেই অসম্মান জাতের মুখে দেয় কালি আপনি এসে।  

৩৩৫.
মৃত্যু কেমন যন্ত্রণা দেয় অনুভব তার নাই কিছু  
অপমানীর নরক জ্বলন মাথা তাহার রয় নিচু,
ঐ চেহাহার মলিনতায় দেখছি মৃত্যুর অন্য রূপ
এমনি বিচার হবে সবার ন্যায় দণ্ডটা রয় পিছু।