৩৩২.
কোরবে যেদিন স্বয়ং তুমি কোরআন হতে তেলাওয়াত
এই পাপীষ্ঠের জোর মিনতি শুনার যেনো পাই বরাত,
অধিক যাদের ঈমানী জোর রেজাউল রয় যোজন দূর
তাও সে সুধার আকাঙ্ক্ষাতে ঝরায় অশ্রু দিন কে রাত।
৩৩৩.
অধীনে যাঁর স্বর্গ-নরক চাই'গো আমি চরণ তাঁর
ঐ চরণের হই যদি দাস পরম ভাগ্য চাই কী আর?
রিপু'র ফেরে এই রেজাউল হয় যদি'গো বেখেয়াল
তোমার কৃপায মোর অম্তরের কলুষটুকু করো বার।।