৩৪২.
চোখ কে বলি কেন অমন বেপরোয়া হইলি বল?
মানিস না তুই কোন মানা তারে দেখার খুঁজিস ছল,
চাস্ না বুঝতে তারও আছে লোক সমাজের ভীষণ ভয়
সেই কথাটি না ভেবে তুই ক্যান্ ঝরাস তার আঁখি জল?