৩৩০.
আঁখির আগে কে দাঁড়ালে কোন প্রয়াসে অবেলায়
কার খুঁজে এই বিরহী মন চিরকালের সুখ হারায়,
নির্বাসিত যুগান্তরের প্রাণের সাথী রয় যে কে
স্থানান্তরের ভাবনাতে তাই এই রেজাউল বুক ভাসায়।