৩২৯.
হলেও পাপি তাও তোমারই ভিক্ষে মাগি দয়ার হাত
আঁধার ঘরের জ্যোতি তুমি রাতের শেষে দাও প্রভাত,
গাফেল কে হয় কোন খেয়ালে গায়েব লিখন অগোচর
ক্ষমার আশে জাগছি নিশি হোক না যতই দীর্ঘ রাত।