৩২৬.
বুঝবে কী আর ঐ নরাধম কতো স্বপন করলো ছেদন
ভ্রষ্টতা আর নোংরামিতে জ্বাললো অনল পুড়লো যে মন,
কারো প্রাণের বেদন হয়ে কেউ কী ভবে থাকছে ভালো?
নিশ্চিত জেনো সে পাপিষ্ঠের ভালে আছে অশেষ কাঁদন।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
উৎসর্গ:-
প্রিয় বন্ধু ওবায়দুল এর কর কমলে।