৩২৩.
কাঙ্ক্ষা তোমার উচ্চাভিলাষ ছিলোনা তো মোর জানা
রিক্ত জেনেও মোর দুয়ারে দিলে তবে ক্যান্ হানা?
করলে উদোম মনের আগল তাই'তো এখন হই পাগল
কারে বুঝাই কোন্ বিরহে হয়'গো অধম দিল ফানা।

৩২৫.
দীর্ণ করি হৃদয় খানি ভাবছো তুমি রবে খুশ
তাই যদি হয় কষ্ট পেলেও ধরবো না আর কোন দোষ,
বিষাদ সবই ভুলতে পারি জানি যদি হও সুখী
এই স্থিরতায় বাঁধছি পরান দেখো তুমি ফিরলে হুঁশ।