৩২১.
কলবে মোর দিও জিকির প্রতি দমে নাম তোমার
নিখাদ প্রেমের আরজিটুকুন করো কবুল এই বান্দার,
জাগনা কিম্বা ঘুমের ঘোরে প্রভু তোমার চাই স্মরণ
মোর দিলেতে ঠাঁই'টি নিলে এই অধমের চাই কী আর।