৩১৮.
বসলে পাশে মিষ্টি হেসে দুঃখ যেনো কিছুই না
শাড়ির আঁচল ভিজলো জলে ভাবছো আমি দ্যাখছিই না,
আমার কাছে চাও লুকাতে নিভৃত ঐ চোখের জল
করবে আড়াল দুঃখ বেদন জানো সে তা পারবেই না।
৩১৯.
আর কেন সই এমন গোমর যা বুঝার তা বুঝেছি
কিছুটা ভুল ছিলো আমার এটাও এবার মেনেছি,
বুঝতে হয়তো অনেক দেরী হলো আমার এ বেলায়
সে ভুলের-ই মাশুলে আজ প্রেমেরি গান বেঁধেছি।
৩২০.
সেই দিনের সে মধুর স্মৃতি বয় মনে খুশির জোয়ার
তৃষিত প্রাণ দুই'জনার-ই পায় যেনো সুখ পূর্ণতার,
দুঃখ ভুলে মিলছি যখন কেউ ছিলোনা সেই ক্ষণে
অমৃতের-ই ফল্গুধারায় খুললো মোদের দিল দুয়ার।