৩১৭.
পতিতার ঐ নির্জন গৃহে আসলে আঁধার যায় দ্যাখা
সভ্যতার ঐ ঝাণ্ডাধারী পাপ-পুরীতে রয় একা,
ন্যায়ের বাক্যি লোক সমাজে আড়াল হলে ভিন্ন রূপ
নিজ বিচার তা রয় অগোচর অন্যকে সে দেয় ছেঁকা।