৩১৩.
কোন সুখেতে এমন অঙ্গার করলি'রে তুই দেহের গেহ
এমন পোড়া পুড়ছে ধরায় কোথাও আছে আর কী কেহ,
এই জ্বলাতে কী এমন সুখ এই ভাবনাতে বুঁদ রেজাউল
বলবে কি কেউ কী হরিষে পোড়ায় হেসে আপনা দেহ।