৩০৮.
আঁধার নিশিথে হৃদয় কাঁপানো তুললে কেন গো এমন সুর
পুড়ে হই ছাই তবুও সে সুর লাগিছে কেন যে এত মধুর
রত্রি দুপুর টলোমলো আঁখি নির্ঘুম ভাসি সুর মায়ায়
তবু শুধু চাই বিষাদী এ রাত কখনো হয়না গো যেন ভোর।