৩০৪.
হিসেব কষে দাঁড় টানিও হলেই যদি নায়ের মাঝি
ভর সাগরের উথাল-পাথাল প্রাণটা সদা জেনো বাজি,
ঊর্মির দোলা দোলনা ভাবলে হারাবে খেই এক নিমিষে
ঘোর বিপদের ভাবনা ভেবেই পথটি খুঁজে নিও আজি।