৩০২.
কার জমিনে উচ্চ শিরে করছো ও ভাই সিনা টান
ভুলছো কেনো দাম্ভিকতার দুখের লিখন অফুরান,
হয়তো তুমি আজকে রাজা পরের দিন কী থাকবে তাই
প্রভুর বিচার স্মরণ রেখে ন্যায় নিষ্ঠায় বাঁধো প্রাণ।
৩০৩.
অহম শুধুই সাজে তাঁরই সর্বেসর্বা যেই মালিক
আরশ মহল বসে যিনি রাখেন নজর চারিদিক,
আসমান জমিন হুকুমে যাঁর আপন স্থানে রয়'গো স্থির
সাধ্য কাহার আছে অমন দেখাবে বল তাঁর অধিক।