২৯৮.
ধর্ষক যিনি রূপ বিচারে এই সমাজের সেও মানুষ
বুঝবে কী আর সরল মতি কার ভেতরে অমানুষ,
কর্ম ক্ষেত্রেও অনিরাপদ পথ ঘাটেও হয় ধর্ষিতা
বলো এবার জন্ম নারীর এটাই কী তার জনম দোষ?
২৯৯.
বদ খায়েশের পাপের আত্মা কলুষিত তার জীবন
জবরদস্তি অন্তরে যার অভিশপ্ত তার ভুবন,
নারীর সম্ভ্রম জোর করে লুট পার কী পাবি ধরাতে
হতেই পারে এই পাপেতে আনলি ডেকে নিজ পতন।
৩০০.
ধর্ষক তোমায় বলছি শোন নারীই কিন্তু হয় গো মা
বিশ্বের আবাদ সেই সে ভূমি কোন বিচারে ভুলছো তা,
ও পুরুষ কূল হও সংযত পাপ পথ করো পরিহার
নারী দেহের লিপ্সা নয় আর সম্মান দিয়ে রাখো তা।