২৯৬.
যেই দিন হতে দেখছি জুলুম ভাবছি হবেই প্রতিকার
দিন গুনেছি প্রতীক্ষাতে ঘটবেই একদিন চমৎকার,
ভূমির উপর জবর দখল আছে কী কেউ বীর প্রতাপ
সত্যের আলোয় ভস্ম হবেই পাপিষ্ঠ সব স্বৈরাচার।