২৯৫.
দারুণ তৃষায় অন্তর পুড়ে তৃপ্ততার জল খুঁজে যাই
মোর তিয়াসা কোন জলেতে মিটবে বলো কোথা পাই,
সাত সাগরের জলে তিয়াস মিটলো না হায় এক বিন্দু!
পিপাসিত এই অন্তরের শীতল করার জল কী নাই?