২৯৪.
সবুজ বুকের ঐটুকু লাল ছড়ালো কোন্ পাষান প্রাণ
রক্ত যদি এতোই নেশা নে পিয়ে তুই ভর পরাণ,
বুকের যতো খুন রয়েছে নিঃশেষ কোরে সাধ মিটা
তবু সুখের এই সবুজের শান্তিটুকুন ফিরা'য় আন্।