২৯৩.
আঁধার যতোই হোক না কালো তারও আছে শেষ
যৌবন শেষে থাকে কী আর কৃষ্ণ কালো কেশ?
রঙের খেলা নয়'রে স্থায়ী থাকতে সময় ভাব্
আলো'র কদর না বুঝিলে রয় গো দুখ অশেষ।