২৮৯.
আমার গোরের পাশ দিয়ে ভাই কে'গো তুমি হেটে যাও
ও মুমিন ভাই দোহাই তোমার একটুখানি ভেবে নাও,
কেমন যে হায় অচিন সে ঘর জানেনা তো ধরার কেউ
এই অধমের মাগফিরাতের তরে একটু দোয়া দাও।

২৯০.
নিত্য তোমায় ডাকে যে ঘর আহ্বান কী তার শুনতে পাও?
করুণ এ ঘর করতে বরণ প্রস্তুতিটা সেরে নাও,
সঠিক কর্ম না করিলে সেই ঘরে ভাই খুব বিপদ
থাকতে সময় ওরে অবোধ তওবা টুকু পড়ে নাও।