২৮৮.
দর্প তোমার চূর্ণ হবেই দ্যাখবে চক্ষে ঘোর আঁধার
যমের গর্তে পড়লে বুঝবে পালানোর পথ নাই তোমার,
থাকতে সময় ওরে বেহুঁশ শুধরিয়ে নাও নিজের ভুল
পাষণ্ডতার ফল ভোগে ভাই দ্যাখবে খোলা নাই দুয়ার।