২৮৭.
জনম ভরে বেখেয়ালে করছি কতো ফজর কাজা
লাল শিরাজে ডুব দিয়ে হায় ঈমান হল যে মোর হাজা!
তোমার সম্মুখ দাঁড়াই এমন নাই যে আমার পুণ্য তেমন
তোমার গুণে মাফ করে দাও দিওনা'কো আমায় সাজা।