২৮৬.
কে'গো তুমি গর্ব ভরে জমিনের পর হেঁটে যাও
মাটির নিচেই পড়বে চাপা এই সত্যটা বুঝে নাও,
জমিনের পর মিছেই অহম বেহিসেবী জনম ভর
এই ধরণীর রাজাধিরাজ শূন্য সেথায় জেনে নাও।