২৮৫.
উত্তম রূপে সাজিয়ে যেদিন বোলবে বিদায় প্রিয়
শেষের সময় মুখটি তখন বন্ধ রবে'গো স্বীয়,
বলবো হয়তো অনেক কথাই বুঝবে না আর কেউ
মাগফিরাতের জন্যে তোমরা নয়নের জল দিও।