২৮৪.
কার দু'আঁখি স্বপ্নে ভাসি পড়লো আসি মোর নয়ন
ও নয়নে চোখ পড়িতেই মন যে হলো উচাটন
তার চাহনির গহীন মায়ায় দখল নিলো অন্তপুর
নাই'গো দ্বিধা আজকে কোন তার স্বপন-ই মোর স্বপন।