২৮২.
আজকে আমার মন রাঙিয়ে লুকাও কোথা ও সাকি
তোমার মনের চতুরতা জানতে কী আর রয় বাকী,
দৃশ্যত সব মোর নয়নে আর তো গোপন নাই গুমোর
তুমিও বেশ পড়ছো প্রেমেই কেন তবে আর ফাঁকি।
২৮৩.
এই দূরত্ব সয় না প্রাণে তাই'তো তোকে যাই ডাকি
অমর প্রেমের শরাব লয়ে মোর দুয়ারে আয় সাকি,
জানিস ভালো কোন তিয়াসা হৃদয় মাঝে রয় জেগে
কাঙ্ক্ষিত সেই অমৃত রস পাবার আশে বুক বাঁধি।