২৮১.
পা ধরা দায় পিচ্ছিল মাটি পথ যে বহু দূর
অতি চেনা পথটিও আজ যেনো অচিনপুর,
পিছলে পড়ি প্রতি কদম খাই যে আছাড় খুব
ধরিবে হাত কোন্ সারথি কোন্ সে বাহাদুর।