২৭৯.
হারাম পন্থায় করছো কামাই তাই দিয়ে দাও কুরবানি
জুলুম রাজের পাপ ফসলে গড়ছো তোমার সুলতানি,
লক্ষ পশুর খুন ঝরিয়ে চাইতেই পারো প্রভুর খুশ
প্রভু আমার জানেন সদা'ই কার দিলে রয় শয়তানি।
২৮০.
মনের পশু অন্তর মাঝেই যাচ্ছিস পোষে জনম ভর
বে-হালালী কর্ম করতে কাঁপছে না'তো তোর অন্তর,
ভাবছিস পশু জবেহ্ করলেই সফল হবে কুরবানি
কবুলতি কোরবানির ভাই শর্তগুলির নে খবর।