২৭৮.
অকস্মাৎ কার কান্না ধ্বনি উঠলো বাজি হৃদয়পুর
মোর নয়নে প্লাবন হয়ে ফিরলো যে তার আঁখির লোর,
ধরা ছোঁয়ার রয় যে দূরে ভাবতে তারেই লাগে খুব
উপস্থিতি তার যে সদা'ই অন্তর মাঝেই রাত্রিভোর।