২৭৭.
অলক বেণীর জরিন্ ফিতেয় লিখলে নাম কার যতনে
লোকে মন্দ বলছে যরে ক্যান্ নিলে তায় মননে,
কোমল প্রাণে এই কলঙ্ক ক্যামনে সইবে জনম ভর
কী এমন গুণ দ্যাখতে পেলে ঐ পাষাণের আননে।