২৭৬.
গভীর নিশির গহীন আঁধার শিয়র পাশে কোন জনা
তার প্রণত ডাগর আঁখির ঐ চাওয়ায় হই আনমনা,
নাই কোন আজ বাক্যি মুখে তার নয়নে রই চেয়ে
ধরতে গিয়ে পেলাম আজো অচিন প্রিয়ার ছলনা।