২৭৫.
মলিন মুখে দীপ্তি রেখা কোন্ এঁকেছে এ বেলায়
বল্ না সাকি অমন কান্তি আনলে কে গো তোর ধরায়?
প্রদীপ্ত ঐ রূপ ঝলকে চাই পোড়াতে মনের তাপ
শূন্য মাঝে পূর্নতার স্বাদ এমনি কী আর মন হারায়।