২৭৪.
আসলো রেমাল তীব্র বেগে করলো যে সব তছনছ
চিত্ত পাষাণ তাই বুঝি হায় ধ্বংসে তাহার এই যশ,
অসহায়ের সহায় সম্বল নিলো যে সব কাড়ি
প্রবল প্রতাপ গর্জন তোপে সব হলো যে তার বশ।