২৭৩.
শোন'রে ও ভাই গোপন কথা ধরার মাঝে আপন নাই
স্বার্থের মোহে বন্ধু সকল পাবে যতোই অধিক চাই,
নিজ গোলা'টাই করতে পূর্ণ পিঁপড়ের মতো নেয় পিছু
মর্ত্যলোকে নাই সহায়ক আছেন কেবল মালিক সাঁই।