২৭২.
আকাশ ভরা এত তারা তায় যে আবার হয় আঁধার
কলঙ্কের দাগ ক্যান লেগে গায় জ্যোৎস্নাদায়ী চাঁদিমার,
আলো'র কালো সে-ও ভালো হয় যদি তা কল্যাণের
দ্বীনের রবি উঠবেই জেনো রোধ হবে সব আলেয়ার।