২৭১.
আকাশ বুকে বিষন্নতা তাই ধরাতে এই গুমট
অশুদ্ধতার আধিক্যতায় পাল্টিলো হায় চিত্রপট,
তবু যদি নাই বুঝিস ভাই এই ইঙ্গিতের মূল আভাস
নিদাঘ ক্ষণে দ্যাখবিরে তোর শূন্য রবে আপন ঘট।