২৭০.
শীতল ধরা তপ্ত আজি কেন এমন ক্রুদ্ধ ভাব
তীব্র খরার এই প্রতাপে সয় না প্রাণে এমন তাপ,
ও দয়াময় মান ভুলে আজ ধরার তরে হও সহায়
শান্তির বারি প্রদান করে নাও গো তুলে এই উত্তাপ।