২৬৯.
রেশমির বসন আর জহরত ম্লান হয়ে যায় রূপে যার
বলতে দ্বিধা নেই কোন আজ পড়েছি'গো প্রেমে তার,
সোনার অঙ্গে চাঁদের ঝিলিক মুখটি যে তার মায়াময়
মিটলো তিয়াস ওরূপ হেরি এই জীবনে চাই কী আর?