২৬৮.
ধুলোর বুকে গড়া-গড়ি এমন পিড়িত কোন প্রাণের
দিব্যজ্ঞানী আছো কে গো পথটি দ্যাখাও তার প্রেমের,
শরাব শরাব করেই বেহুঁশ করলো দিন পার রেজাউল
অনেক হলো শরাব সাকি চাই গো দিদার তাঁর শানের।