২৬৭.
ঘুমের ঘোরে গাইতে শুনি কে গো তুমি কিন্নরী
লুকাও কেন যখন তোমার মধুর সুরে সুর ধরি,
নয়ন মেলি দেখি সেথায় তানপুরাটা রয় পড়ে
চুপটি মেরে রই যখনই অমনি ওঠো গুঞ্জরি।