২৬৬.
তাপদাহের এই মরশুমে আজ যতই দ্যাখো ক্ষিপ্রতা
অন্তরতে করছি ধারন তারও অধিক তপ্ততা,
সেই জ্বলনের তুচ্ছ এ তাপ তাই খুঁজিনা শীতল জল
পাই যদি গো শরাব নহর তবেই হৃদের তৃপ্ততা।