২৬৩.
পেলাম না'তো ধরার মাঝে মনের মতো একটি প্রাণ
যে দিক পানে তাকাই দেখি সব কিছুতেই অসমান,
স্বার্থসিদ্ধির এই বাজারে আমিই কেবল মূল্যহীন
একা থাকার পণ করেছি আন সাকি তাই শরাব আন।