২৬২.
যাত্রী আমি আঁধার পথের দ্বীনের পিদিম সঙ্গে নাই
বেখেয়ালেই কাটলো বেলা শরাব শরাব জীবনটাই,
ভাবনাতে মোর বসছে জেঁকে ভুল পথেরই ঘোর আঁধার
ও দয়াময় পথটি দ্যাখাও যেথায় আলোর দিশা পাই।