২৬১.
ও চাঁদ তোমার অঙ্গে কিসের লাগলো এত দাগ
অমন রূপে কোন সে পাষাণ ঢাললো এমন রাগ,
তোমার বুকের ঐ কালিমা'ই লাগে ভালো ঢের
হয় কলঙ্ক হোক আমারো চাই গো তাহার ভাগ।