২৫৯.
জন্মে কারো হয় না কালো,কে বলে ভাই এমন-টাই?
অর্বাচীন সে এই জগতের সম্যক ধারার জ্ঞান'টি নাই,
এক আল্লাহ কে স্বীকার করে তবেই সবে ধরার মাঝ
শুদ্ধতা কি অশুদ্ধতা গড়ছে জীবন যেমন চাই।

২৬০.
আপনা কর্মের গুণ দেখে ভাই করবেন প্রভু শেষ বিচার
নিজ আমল'টা দেখেই বুঝবে ফল'টি হবে ক্যামন কার,
ধরার বুকে উঁচ্চ শিরেই চলছো ও ভাই বেখেয়াল
বিচার দিবস হতে কারও পালানোর ভাই নাই দুয়ার।