২৫২.
বড্ড বড়াই করছো তুমি পাহাড় সম সম্পদের,
বেহুঁশ হয়ে রত্নভাণ্ডার বাড়িয়ে তো যাচ্ছ ঢের;
ঐ সম্পদের হকদার আছে তাদের কথা ভাবছ কী?
তাদের কাজে না লাগিলে দাম-টুকু তার থাকে এর?