২৫১.
নিজ বেলাতে গাও গো সাফাই আমাকে দাও যে বদনাম
অন্যের গীবত গেয়েই তোমার ভাবছো হবে খুব সুনাম,
সবার আড়াল করতে আমায় নিজের বিনাশ করছো ঢের
কোরতে খাটো জগৎ মাঝে তুলছো উর্ধ্বে আমার নাম।